অনলাইন ডেস্ক, জি নিউজঃ-, লন্ডনে সফররত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। তার ওপর ‘অতর্কিত হামলা’ করা হয়েছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার বিকালে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১০টায় এটিএন বাংলা টেলিভিশনের স্টুডিওতে একটি লাইভ টকশোতে অংশ নিতে যান তথ্যমন্ত্রী। সেখানে দু’জন যুবক মন্ত্রীর সাথে ছবি তোলার জন্য পীড়াপীড়ি করলে মন্ত্রী তাদের ছবি তোলার জন্য ডাকেন। যুবকদ্বয় মন্ত্রীর কাছাকাছি গিয়ে হৈচৈ ও কটূক্তি করে। এ সময় এটিএন বাংলার কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মীরা এগিয়ে এলে দুর্বৃত্ত যুবকদ্বয় দৌড়ে পালিয়ে যায়। এরপর মন্ত্রী যথারীতি লাইভ টকশোতে অংশগ্রহণ করে নিজ হোটেল কক্ষে প্রত্যাবর্তন করেন।তথ্য মন্ত্রণালয় জানায়, খবর পেয়ে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস, প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী এবং লন্ডন মেট্রোপলিটান পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। লন্ডন পুলিশ কর্তৃপক্ষ ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ছবি দেখে দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে। তথ্যমন্ত্রী এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন বলেও জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। তিনি সফর শেষে আগামী ১২ সেপ্টেম্বর দেশে ফিরবেন। এদিকে তথ্যমন্ত্রীর ওপর ‘হামলার’ নিন্দা জানিয়ে ১৪ দলের মুখপাত্র আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত বিএনপি, জামায়াত ও হেফাজত কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। খবর অনলাইন ১০ সেপ্টেম্বর, ২০১৩