জি নিউজ ঃ দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন আবদুল হামিদ।গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদের অনেক সদস্য উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সংবিধানের চতুর্থ সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করাতেন স্পিকার। পঞ্চম সংশোধনীতে প্রধান বিচারপতির কাছে শপথের দায়িত্ব অর্পণ করা হয়। সুপ্রিম কোর্টের রায়ে পঞ্চম সংশোধনী বাতিল হয়। সর্বশেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রপতিকে শপথ করানোর দায়িত্ব স্পিকারের ওপর প্রত্যর্পণ হয়।
শপথ নিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
Share This