মোঃ আল-আমিন ,উত্তরা প্রতিনিধিঃ বলা হয়, জোড় যার মুল্লুকক তার। আর এ প্রবাদ বাক্যটির সঠিক প্রমাণ মিলে হযরত শাহজালাল বিমান বন্দরের আশেপাশের এলাকায় ঘুরলে। বিশেষ করে বন্দরের পশ্চিম ও উত্তর দিকে তুরাগ থানাধীন বাউনিয়া নামক গ্রামে বন্দরের নিরাপত্তা বেষ্টনি ঘেষে চলছে অবৈধ স্থাপনা ও জায়গা দখলের তীব্র প্রতিযোগিতা। সরেজমিনে দেখা যায় বন্দরের নিরাপত্তা বেষ্টনি ঘেষে গড়ে উঠেছে চটপটি, ফুসকা, আর পান-সিগারেটের রমরমা ব্যবসা। ছেলে-মেয়েদের অবাধ বিচরণও লক্ষ্য করা যায়। যা বন্দরের সৌন্দর্য বিনষ্টের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্দরের নিরাপত্তার স্বার্থে পুলিশি টহলের জন্য খালি জায়গা থাকলেও তা এখন ক্ষমতাশালিদের দখল বাণিজ্যে পরিণত হয়েছে। যে যার মতক্ষমতার আনুপাতিক হারে জায়গা দখল করে নিচ্ছে। আর এক্ষেত্রে তারা আইনগত বাধারও সম্মুখীন হচ্ছে না। অভিযোগ পাওয়া যায় অবৈধ স্থাপনার পিছনে প্রশাসনের লোকসহ স্থানীয় কিছু প্রভাবশালী অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। যারা কিনা সপ্তাহে ও দৈনিক চাঁদার বিনিময়ে দোকান করার সুযোগ করে দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছু এক দোকানী জানায় তারা দোকান প্রতি দৈনিক ৩০০/- টাকা ও সপ্তাহে ৬০০/- হারে চাঁদা দেয়। আর চাঁদার টাকা প্রদানে বিলম্ব বা হেরফের হলে পুলিশি বিড়ম্বনার সম্মুখীন হয় এমনকি তাদের দোকান বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে তুরাগ থানার অফিসার ইনচার্জ সাহাবউদ্দীন সাহেবের কাছে জানতে চাওয়া হলে, পুলিশের চাঁদা নেওয়ার ব্যাপারটি অ¯স্বীকার করে তিনি জানায় বিষয়টি খতিয়ে দেখবো। প্রয়োজন হলে সিটি কর্পোরেশেনের সহায়তা নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বন্দরের সৌন্দর্য ফিরিয়ে আনা হবে।
শাহাজালাল বিমানবন্দরকে ঘিরে চলছে অবৈধ স্থাপনার তীব্র প্রতিযোগিতা
Share This