জি নিউজ বিডি ডট নেট ঃ- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন নতুন নির্বাচনী জোট গড়তে আজ-কালের মধ্যে মহাজোট ছাড়ার দিনক্ষণ ঘোষণা করবেন তিনি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গতকাল বৃহস্পতিবার বনানীতে নিজ কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। জোট গঠনের উদ্যোগ এরই মধ্যে শুরু হয়েছে বলেও জানান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ । নতুন জোট সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে কি-না, তা জানাননি এরশাদ । বুধবার রাতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম ,বিকল্পধারার চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের সঙ্গে বৈঠক করেন হুসেইন মুহম্মদ এরশাদ। নতুন জোট গড়তেই ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছিলেন আ স ম রব। নয়া এ জোটে আরও কয়েকটি দল শামিল হতে পারে।বৈঠকের কথা তুলে ধরে ক্ষমতাসীন মহাজোট শরিক এরশাদ বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। অচিরেই নতুন জোটের ঘোষণা আসবে।’ মহাজোট ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মহাজোট ছাড়ব কি-না, সে ঘোষণাও দু-একদিনের মধ্যে দেব। হুসেইন মুহম্মদ এরশাদ জানান, ১৪ দল ও ১৮ দলীয় জোটের বাইরে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। এতে ড. কামাল হোসেনও যোগ দেবেন। জামায়াতে ইসলামীবিরোধী বিভিন্ন ধর্মভিত্তিক দলও যোগ দেবে। মাহমুদুর রহমান মান্নার সঙ্গে যোগাযোগ চলছে।বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কড়া সমালোচনা করেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘১৮ দলীয় জোটে কত দল আছে, তারা নিজেরাই জানে না। ১৪ দলে কতগুলো দল আছে, তা তারাও জানে না। এবার আমরা জোট করব এবং এই জোট জয়ী হয়ে সরকার গঠন করবে। তিনি বলেন কেউ জনগণের কথা ভাবে না। এখন সুযোগ এসেছে, এ সুযোগকে আমরা কাজে লাগাব। জাতীয় পার্টি আর কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবে না। সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাব না। অশুভ চক্র ভেঙে জাতীয় পার্টি নির্বাচনে জয়লাভ করবে।’ এদিকে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন, দুই জোটের বিকল্প হিসেবেই তৃতীয় জোটের আত্মপ্রকাশ হচ্ছে। দেশের স্বার্থেই তারা ঐক্যবদ্ধ হয়েছেন।অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, জিয়াউদ্দিন আহমেদ , কাজী ফিরোজ রশীদ, প্রমুখ। তাঃ-১ ৫ নভেম্বর, ২০১৩