অনলাইন ডেস্ক:- রোগের হাত থেকে বাঁচতে হলে, শিশুদের অবশ্যই টিকা দিতে হবে। এবং কোন সময় কোন টিকা দেওয়া হচ্ছে, তার একটা রেকর্ড বা হিসেবও রাখতে হবে। উন্নয়নশীল দেশে এই রেকর্ড ভালোভাবে সংরক্ষণ করা হয় না। সেজন্যে চেষ্টা চলছে, উন্নয়নশীল দেশের উপযোগী পদ্ধতি তৈরি করার। এ নিয়ে রোজেন স্কার্বলের রিপোর্টের ওপর ভিত্তি করে শতরূপা বড়ুয়ার প্রতিবেদন। সঙ্গে আছেন সহকর্মী সাব্রিনা চৌধুরী।
শিশুদের টিকা দেয়া খুব জরুরী
Share This