‘হরতালের নামে যারা জীবন্ত মানুষ
পুড়িয়ে মারছে তারা জনগণের শত্রু
-এ্যাড. বলরাম পোদ্দার
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকেঃপরীক্ষা চলাকালীন সময় যারা হরতাল ডাকে ও মানুষ পুড়িয়ে হত্যা করে তারা আর যাই হোক দেশের মঙ্গল চায়না। হরতালের নামে যারা জীবন্ত মানুষ পুড়িয়ে মারছে তারা জনগণের শত্রু। স্বাধীনতা বিরোধী ও তাদের মিত্রদের সংগে কোন ধরনের সমঝতা হবেনা, হতে পারেনা। এদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।’ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার। শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ে অগ্রণী ব্যাংক বাটাজোর শাখার ম্যানেজার একেএম জালাল আহম্মেদের সভাপতিত্বে শীতার্ত দু:স্থ, অসহায় ও গরীবদের মাঝে অগ্রণী ব্যাংকের সিএসআর খাত থেকে একহাজার কম্বল বিতরণ করেন অগ্রণী ব্যাংকের পরিচালক ও আওয়ামীলীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার। এসময় আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল হক হাওলাদার, বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হালদার, অধ্যাপক গণেশ চন্দ্র মন্ডল, স্থানীয় আ. রব হাওলাদার, এসএম শহীদুল হক সায়েদ, মাহাবুব হাওলাদার, আনন্দ সমাদ্দার, পরিতোষ কুমার নন্দী, রেজাউল করিম রেজা প্রমুখ। একইদিন বিকেলে মাহিলাড়া ডিগ্রি কলেজ মাঠে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে এলাকার অসহায় ও গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।