মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃশেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের গির্জা ও আশপাশ এলাকায় ১৭ জানুয়ারী শুক্রবার সকালে পরিদর্শনে আসেন আমিরিকার রাজনৈতিক কর্মকর্তা মিস ভিক্টোরিয়া আল বারাদো। গত ২৫ ডিসেম্বর ওই গির্জায় বড় দিন উপলক্ষে যে তোড়ন নির্মান করা হয়েছিল, সেই তোড়নটিতে গত ৭ জানুয়ারী রাতে কে বা কারা ঐ তোড়নটিতে আগুন ধরিয়ে দেয়। এ বিষয়ে বিভিন্ন সংবাদের প্রেক্ষিতে তিনি আমেরিকার প্রতিনিধি হিসেবে পরিদর্শনে আসেন। স্থানীয় ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকসীর সভাপতিত্বে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে বলেন, আমিরিকা সরকারের বার্তা, যাতে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ উপায়ে তাদের সমস্যার সমাধান করা এবং এ সফরে এসে বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিস ভিক্টোরিয়া আল বারাদো’র সহকারী রাজনৈতিক বিশ্লেষক লুবাইস চৌধুরী মাসুম ও ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আদিবাসী সম্প্রদায়ের বিপুল সংখ্যক জনগণ।