জাহিদুল ইসলাম মিলন, শেরপুর জেলা প্রতিনিধি ঃশেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে ১৮ দলীয় জোট বিএনপির উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়নের কর্মসূচী মোতাবেক তেতুলতলাতে গত ২২ জুলাই সোমবার এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাতীবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক আশীষ। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মরহুম ডাঃ সেরাজুল হক এমপির সুযোগ্য পুত্র জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঝিনাইগাতী-শ্রীবরদী নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। ইফতার মাহফিলে হাতীবান্ধা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শো-ডাউনের মধ্য দিয়ে এলাকার জনগণ ইফতার মাহফিলে যোগ দেন। বর্তমান মহাজোট সরকারের দুর্নীতি, দুঃশাসন, জুলুম, নির্যাতন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হামলার প্রতিবাদ করে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির সভাপতি আব্দুছ ছালাম, উপজেলা মহিলা জাতীয়তাবাদী দলের আহবায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা হক কোহিনুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, যুবদলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন, নলকুড়া ইউনিয়ন চেয়ারম্যান ও নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা ¯ে^চ্ছাসেবক দলের সভাপতি শামীম মোস্তফা, সাধারণ সম্পাদক রমজান আলী, শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম জুন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেফাজ, কৃষক দলের সভাপতি ইদ্রিস আলী হিরো, সাধারণ সম্পাদক সারোয়ারদী দুদু মন্ডল ও তরুন দলের সভাপতি নুরুন্নবী প্রমুখ। ইফতার মাহফিলে ঝিনাইগাতীর প্রগতিশীল কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।