ঝিনাইগাতী প্রতিনিধিঃ অবশেষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আলহাজ এস এম এ ওয়ারেজ নাইমের সভাপতি পদ বহাল রেখেছেন কেন্দ্রিয় আওয়ামীলীগ। বিগত ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এস এম এ ওয়ারেজ নাইম দলীয় প্রার্থী থাকার পরেও শেরপুর-৩ ( ঝিনাইগাতী- শ্রীবর্দী) আসনে সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র ক্রয় করে নির্ধারিত তারিখের মধ্যে নির্বাচন অফিসে জমা দেন। দলীয় প্রার্থী থাকা সত্বেও সভাপতির পদে থেকে প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গত ৬ ডিসেম্বর ২০১৩ ইং তারিখ সন্ধ্যায় এক জরুরী সভায় আলহাজ এস এম এ ওয়ারেজ নাইমকে দল থেকে বহিস্কারের প্রস্তাব করা হয়। উল্লেখ্য যে, মনোনয়ন পত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যেই তিনি তার মনোনয়ন পত্রটি প্রত্যাহার করে নেন। বহু বির্তকের পর অবশেষে ২৫জানুয়ারী/২০১৪ইং তারিখে ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদ বহাল রাখে কেন্দ্রি আওয়ামীলীগ। যার হুবুহু কপি প্রদত্ত হলো- আপনাদের বিগত ০৬/১২/২০১৩ইং তারিখের উপজেলা আওয়ামীলীগের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জনাব^ আহম্মদ হোসেন সাহেবের সঙ্গে শেরপুর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মাননীয় হুইপ জনাব আতিউর রহমান আতিক এমপি এবং আমি বিস্তারিত আলাপ আলোচনার পর তিনি আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে, বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্র মোতাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস, এম, এ ওয়ারেজ নাইম কে বহিস্কারের প্রস্তাব এখতিয়ার বর্হিভূত এবং গঠনতন্ত্রবিরোধী। তিনি জনাব এস, এম, এ ওয়ারেজ নাইম, সভাপতি কে নিয়ে পূর্বের মত সাংগঠনিক কার্যক্রম সুষ্ট ভাবে পরিচালনা করার নির্দেশ প্রদান করেছেন। ভবিষ্যতে কোন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের কোন প্রস্তাব পাঠানোর পূর্বে জেলা আওয়ামীলীগের মিটিং এ অব্যশই বিষয়টি উথ্থাপন করিতে হইবে এবং এই ধরনের কার্যক্রম না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল।
– ধন্যবাদান্তে
– এডভোকেট চন্দন কুমার পাল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, শেরপুর জেলা শাখা।