শেরপুর জেলা প্রতিনিধি ঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী মালিঝিকান্দা সড়কে মালিঝিকান্দা নামক স্থানে পহেলা বৈশাখ সন্ধ্যায় অটো রিক্সার চাপায় পিষ্ট হয়ে মারুফ (৬) নামের একটি শিশু নিহত হয়েছে। মারুফ মালিঝিকান্দা গ্রামের দরিদ্র রিক্সা চালক হানিফ উদ্দিনের ছেলে। ঘাতক অটোরিক্সা চালক মনোহর পলাতক রয়েছে। জানা গেছে, পহেলা বৈশাখ সন্ধ্যায় স্কুল মাঠ থেকে বাড়ি ফেরার সময় অটো রিক্সাটি শিশুটিকে চাকায় পিষ্ট করে গুরুতর ভাবে আহত করে। পার্শ্ববর্তী লোকজন আহত মারুফকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯ টার দিকে সে মারা যায়। এদিকে স্থানীয় লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য আপোষ মিমাংসার পায়তারা চালিয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছে। ঝিনাইগাতী থানা পুলিশ সড়ক দূর্ঘটনায় মারুফের মৃত্যু খবর অবহিত হয়েছেন বলে জানিয়েছেন।
জাহিদুল ইসলাম/ জি নিউজ