মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতীঃ শেরপুর-৩ (ঝিনাইগাতী – শ্রীবর্দী ) নির্বাচনী আসনের ঝিনাইগাতী উপজেলার ৫২ কেন্দ্রের বেসরকারী ভাবে ফলাফল, উপজেলা কন্ট্রোল রুমে প্রকাশ করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। বাংলাদেশ আওযামীলীগ সমর্থীত প্রার্থী ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক (নৌকা) প্রতীকে পান ২৩,৯০৫ভোট , আলহাজ হেদায়েতুল ইসলাম স্বতন্ত্র (আনারস) প্রতীকে ২৭১৭ ভোট, জাতীয় পার্টির (এরশাদ) খোরশেদ আলম ফর্সা (লাঙ্গল) প্রতীকে ২০৩৭ ভোট, এসএম আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল জাসদ ইন (মশাল) প্রতীকে ২২৫০।