বিশেষ প্রতিনিধি,জিনিউজঃ শুক্রবার বিকেল চারটার দিকে বনানী কবরস্থানে জিল্লুর রহমানের মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মরদেহ বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগের নেতারা ও জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসানসহ অন্যান্য আত্মীয়স্বজন।
ঈদগাহ ময়দানে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা সেখানে অপেক্ষা করতে থাকেন। বায়তুল মোকাররম মসজিদসহ বিভিন্ন এলাকার মসজিদ থেকে দলে দলে মানুষ আসতে থাকে। মুসল্লিদের ভিড়ে ঈদগাহ ময়দান পূর্ণ হয়ে যায়। বেলা সোয়া দুইটার দিকে জিল্লুর রহমানের মরদেহ সেখানে আনা হয়। আড়াইটার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
বিকাল চারটায় বনানী কবরস্থানে স্ত্রী আইভীর কবরে সমাহিত করা হয়েছে দেশের ১৯তম প্রেসিডেন্টকে।
সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায় প্রেসিডেন্টের দাফনের আনুষ্ঠানিকতা শেষ হয়। এর আগে বেলা আড়াইটায় জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো মানুষ। জানাজার আগে প্রয়াত প্রেসিডেন্টের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বিশেষ প্রতিনিধি,জিনিউজ/২৩-০৩-২০১৩