শফিকুল ইসলামঃগাজীপুর শ্রীপুরে কৌশলে প্রকাশ্যে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি২ এর ৩২৮সঢ়ৎ ৩টি ভোল্টেজ রেগুরেটর ও একটি বিদ্যুৎ খুটি চুরি করে নিয়ে যাওয়ার পর ধরা পরে পুলিশের হাতে। গত তাং-১৬/০৪/১৪ইং ১নং সি এন্ড বি বাজার প্যাকস্টোন ফ্যাক্টরীর সামনে ৩টি ভোল্টেজ রেগুরেটর ছিল। সকাল থেকে স্থানীয় মুরগী ব্যবসায়ী রফিকুল নামক এক ব্যক্তি একটি পিক-আপ ও ৫-৭ জন লেবার সহ চেইন কোপ্পা নিয়ে ৩টি ভোল্টেজ রেগুরেটর ও একটি বিদ্যুৎ এর খুটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায় তার গন্তব্যে। তার গন্তব্য ছিল বেড়াইদের চালা গ্রামে মোশাররফ মিয়ার বাড়িতে। বাসায় তার মেয়ে ছিল,মোশাররফ এর স্থানিয় বাড়ি মুন্সিগঞ্জ। সে এখানে জায়গা কিনে একটি বাড়ি করেছে। তার বাড়িতে রফিকুল বিদ্যুৎ সামগ্রী নিয়ে যাওয়ার পর এলাকাবাসী দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মালসহ গাড়ি,ড্রাইভার,হ্যালপার সহ পাচঁ জন লেবার আটক করলে তিন জন লেবার পালিয়ে যায়। কিন্তু রফিকুল আগেই পালিয়ে যায়। পরদিন সকালে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি২ এর মাওনা জোন অফিসের এজিএম কামাল হোসেন এসে সকল জিনিস পত্র নিয়ে যায়। এবং রফিকুল ও বাড়িওয়ালার নাম, ঠিকানা লিখে নিয়ে যায়।এব্যাপারে শ্রীপুর থানায় একটি মামলা হয়।
শ্রীপুরে ঢাকা মহা সড়কের পাশে কৌশলে প্রকাশ্য চুরি
Share This