মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কের মতিগঞ্জ এলাকায় মাছবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক ও তার সহকারী নিহত হয়েছেন।নিহতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহেমা পাড়া গ্রামের ইউছুপ মুসল্লীর ছেলে চালক আব্দুল মান্নান (৩১) ও যশোর জেলার কতোয়ালী উপজেলার দাইতলা গ্রামের মোকাদ্দেছ মোল্লার ছেলে শিহাব উদ্দিন (২৪)।শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহজাহান জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে মাছবোঝাই একটি ট্রাক যশোরের বেনাপোল থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার মতিগঞ্জ বাজার এলাকায় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও সহকারী ঘটনাস্থলেই মারা যান।
আব্দুল হাকিম রাজ/জি নিউজ