জি নিউজ বিডি ডট নেটঃ-সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছে সরকার। গতকাল মঙ্গলবার সংবাদপত্র মালিকদের সংগঠন ‘নোয়াবে’র নির্বাহী কমিটির সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, সংবাদপত্র মালিকদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে সেবা খাত থেকে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।বৈঠকে অতিরিক্ত শিল্পসচিব ফরহাদ উদ্দিন, নোয়াবের ভারপ্রাপ্ত সভাপতি ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রবীণ সদস্য মাহবুবুল আলম, ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, সমকাল-এর প্রকাশক এ কে আজাদ, নিউএজ-এর প্রকাশক শহীদুল্লাহ খান বাদল, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।বৈঠকে সংবাদপত্রকে শিল্প ঘোষণার জন্য সরকারের প্রশংসা করেন সংবাদপত্রের মালিকেরা। তাঁরা আশা প্রকাশ করেন, এতে দেশের সংবাদপত্রশিল্প এইচএস কোডের আওতায় সরকারের দেওয়া বিভিন্ন সুবিধা পাবে।নোয়াবের নেতারা দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে সংবাদপত্রশিল্পের বিভিন্ন সুবিধা নিশ্চিত করার বিষয়ে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংবাদপত্রকে শিল্প হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদপত্র শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। সরকারের এ সিদ্ধান্তের ফলে দেশে সংবাদপত্র শিল্পের দ্রুত প্রসার ঘটবে। তিনি দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য নোয়াব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।তাঃ-১৯ফেব্রুয়ারি ২০১৪।