জি নিউজ বিডি ডট নেট ঃ- বতমান সংবিধান মোতাবেক আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে বলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। এ জন্য প্রধানমন্ত্রীর নিদের্শে সকল সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও বোর্ড গঠন প্রক্রিয়া নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মাহবুব-উল-আলম হানিফ বলেন বিএনপি জামায়াত বিভিন্ন সময়ে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে। কিন্তু আমরা স্পষ্ট করে জাতিকে আশ্বস্ত করে বলতে চাই, দেশে সঠিক সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবিধান মোতাবেক আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন – হানিফ
Share This