জি নিউজ বিডি ডট নেট ঃ- ক্ষমতাসিন বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকট নিরসনে এই তথাকথিত সরকারের সঙ্গেও আমরা আলোচনায় রাজি। সরকারকেই আলোচনার উদ্যোগ নিতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ।” তিনি বলেন, এই সরকার বৈধ নয়। আমাদের নেত্রী ইতিমধ্যে এ কথা বলেছেন। এর আগে তিন মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত তাকে গ্রেফতার বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন হাইকোর্ট। উল্লেখ- মির্জা ফখরুল দলের প্রধান কার্যালয়ে যান প্রায় আড়াই মাস পর। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে সর্বশেষ গত ১ নভেম্বর কার্যালয়ে গিয়েছিলেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের নেত্রী বলেছেন, সংলাপের প্রস্তাব সরকারের কাছ থেকেই আসতে হবে। এই সরকার অবৈধ। কিন্তু আমরা তো হাওয়ার সঙ্গে কথা বলতে পারি না। সুতরাং তথাকথিত সরকার হলেও তাদের কাছ থেকেই সংলাপের প্রস্তাব আসতে হবে। আমরা সংলাপে রাজি। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ছলচাতুরী করে এ সরকার ক্ষমতায় “এটা সবাই জানেন। সুতরাং এ অবৈধ সরকারের কে মন্ত্রী হলো বা না হলো সেটা কোনো বিষয় নয়। এই সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি সহআরও অনেকেই,তাঃ- ১৭ জানুয়ারি ২০১৪
সংলাপের প্রস্তাব সরকারের কাছ থেকেই আসতে হবে- মির্জা ফখরুল
Share This