শিশু জন্মের কিছু দিন পর থেকেই নারীরা তাদের হারানো যৌবন ফিরিয়ে আনতে পারেন ‘ভ্যাজাইনাল রিজুভিনেশন ট্রিটমেন্ট’ এর মাধ্যমে।এটি এমন এক সার্জারিযার মাধ্যমে নারীর যোনি পথও মিউকাস মেম ব্রেনকে আগের মতো করে দেওয়াহয়।অধিকাংশ ক্ষেত্রেএইজন প্রিয় চিকিৎসা বিফল হয় না।সাউথ অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অবফ্লিনডারস-এর স্কুল অবসাইকোলজির একদল গবেষকের গবেষণা উঠে এসেছে, সন্তান জন্মের পর নারীর যোনি পথের অভ্যন্তরেওবা ইরের ‘লাবিয়া’ এই চিকিৎসার দ্বারাসং কুচিত করা যায়।অনেক নারী নিজেদে সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য এই চিকিৎসা নিলে ওআসলে এর মাধ্যমে জীবন যাপনের ক্ষেত্রে বেশকিছু স্বাস্থ্য সমস্যা দূর হয়।এসব সমস্যার মধ্যে রয়েছে যৌনকর্মের সময় লাবিয়ায় ব্যথাঅনুভব করা, ঘাম হওয়া, অস্বস্তিঅনু ভূতিএবংসংক্রমণ।
নতুন মায়েদের যোনি পথের লাবিয়াসম্প্রসারিত হয়েযা য়।এসময় তাদের পোশাক পরা থেকে শুরু করে চলাফেরায় নানা সমস্যার সম্মুখীন হতে হয়।তবে নারীদের বয়স, জিন গতবৈশিষ্ট্য, জাতএবং অন্যান্য কিছু শর্তের ভিত্তিতেলাবি য়ায় নানা সমস্যা দেখা দিতে পারে।
এই সমস্যা থেকে মুক্তি পেতে যারাভ্যাজাইনালরিজুভিনেশনচিকিৎসা নেবেন, চিকিৎসকতাদের কে সার্জারির পাশাপাশি দারুণ এক কনসালটেন্সি দেবেন।এতে আপনার দুশ্চিন্তাওভয় সব দূর হয়ে যাবে।
সূত্র : হিন্দুস্তানটাইমস