সন্ত্রাসী ও গণবিরোধীরা জনগণকে ভোটাধিকার প্রয়োগে বাঁধা দেবার কোন সুযোগ পাবেনা

bori2অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : সন্ত্রাসী ও গণবিরোধীরা জনগণকে ভোটাধিকার প্রয়োগে বাঁধা দেবার কোন সুযোগ পাবেনা। তারা গাড়িতে পেট্রল দিয়ে অগ্নিসংযোগ করে মানুষ মেরে এবং দেশে সংঘাত সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। নৌকা মার্কার প্রার্থী এ্যাড. তালুকদার মো. ইউনুসকে ভোট দিলে বরিশাল- ২ আসনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’ দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে উজিরপুর বন্দরে পথসভায় এ কথা বলেন অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার। বৃহস্পতিবার সকালে বরিশালের উজিরপুর বন্দরে পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আ. মজিদ বাচ্চু, ওয়াকার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদক ফাইজুল হক বালী, উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, যুবলীগ সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন প্রমুখ।

 

Exit mobile version