সিলেট প্রতিনিধি ঃ আজ রোববার দুপুরে নগরীর জিন্দাবাজারে নির্বাচনী প্রধান কার্যালয় শ্যামলী কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে আরিফুল হক চৌধুরী বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। জনগণকে সাথে নিয়ে নগরীর সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেট নগরীর সকল স্তরের মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে, নগর ভবনে আমি হবো সকলের।সবার জন্য কাজ করবো। এতে কোন বিভেদ থাকবে না।
নগরীর অনেক সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমার নির্বাচনী ইশতেহারে অনেক প্রতিশ্রুতি দিয়েছি নগরবাসীকে। সকলকে সাথে নিয়ে এই প্রতিশ্রুতি যেনো দ্রুত বাস্তবায়ন করতে পারি সে জন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।
সংবাদ সম্মেলনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম বলেন, মানুষ পরিবর্তন ও শান্তি এবং জাতীয়তাবাদী শক্তির পক্ষে রায় দিয়েছে। কেবল সিলেট নয়, চার সিটি করপোরেশনের ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে রায় দিয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীর, সদস্য সচিব ও আরিফুল হক চৌধুরীর নির্বাচনী প্রধান এজেন্ট আবুল কাহের শামীম।এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমসহ বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।