জি নিউজ বিডি ডট নেট ঃ- জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের যোগ দেবেন না বলে জানিয়েছেন তিনি । একটি বেসরকারি টেলিভিনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমি আগেই বলেছি, সব দল নির্বাচনে না এলে আমি নির্বাচনে যাবো না। নির্বাচনে না গেলে সর্বদলীয় সরকারে যাওয়ার প্রশ্নই আসে না। এদিকে সমঝোতার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু ক্ষমতায় থাকার লোভের কারণে তার সে চেষ্টা সফল হয়নি বলে জানান জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ।তাঃ- ১৩ নভেম্বর ২০১৩