সমকামীদের মধ্যে গৃহনির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে
অনলাইন ডেস্ক:-ব্যাপক আন্দোলন করে বেশ কয়েকটি দেশে সমকামিতাকে বৈধ করতে পেরেছেন সমকামীরা। কিন্তু এই বিতর্কিত সম্পর্কে বিশেষ কিছু দেখাতে পারছেন না তারা। নারী-পুরুষের স্বাভাবিক সম্পর্কে যেমন নানা টানাপড়েন, বিবাদ বা নির্যাতনের ঘটনা ঘটে, তেমনি ঘটনায় জড়িয়ে পড়ছেন সমকামীরাও।নতুন এক গবেষণায় বলা হয়, যৌনজীবনে এই সংখ্যালঘুদের মাঝেও অন্যদের মতো গৃহনির্যাতনের মতো ঘটনা বেড়ে যাচ্ছে। তবে বৈষম্য বা ভেদাভেদের ভয়ে তারা এসব ঘটনা প্রকাশ করছেন না এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফিনবার্গ স্কুল অব মেডিসিন-এর সাইকিয়াট্রি ও বিহেভিয়ারেল সায়েন্সেস-এর অ্যাসোসিয়েট প্রফেসর এবং সংশ্লিষ্ট বিষয়ের গবেষক রিচার্ড ক্যারল জানান, সমকামীরা এমনিতেই নিজেদের যৌনজীবন নিয়ে ভিন্ন পথে হাঁটছেন। এর সমর্থন পেতে বহু আন্দোলন করেছেন। কিন্তু এখন তাদের জীবনে যদি এত সমস্যা চলে আসে তবে সমালোচনার ঝড় বয়ে যাবে। এসব নানা ধরনের ভয়ে তারা অনেক কিছুই চেপে যাচ্ছেন।গবেষক আরো জানান, একজন পুরুষের সঙ্গে অপর পুরুষের সম্পর্কে অথবা উভকামীদের চেয়েও নারীদের মধ্যে পারস্পরিক টানাপড়েন ব্যাপক হারে বাড়ছে।গবেষণায় আরো দেখা গেছে, তাদের মনোবিজ্ঞানী বা সেক্স এক্সপার্ট বা বিহেভিয়ারেল বিশেষজ্ঞদের কাছে যাওয়া জরুরি বলেই মনে হচ্ছে।এর আগে সমকামী এবং উভকামীদের ওপর পরিচালিত এক জরিপে দেখা যায়, নারী সমকামী, পুরুষ সমকামী এবং উভকামীদের ১৫-২৭ শতাংশ গৃহনির্যাতনের শিকার হন।সূত্র : হিন্দুস্তান টাইমস