জি নিউজ ঃ-গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান বলেছেন, সরকারকে ৪টি সিটি নির্বাচনে হলুদ কার্ড দেখানো হয়েছে। আর গাজীপুরের জনগণ দেখিয়েছে লাল কার্ড। বর্তমানে সরকারের পায়ের তলায় মাটি নেই। সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।এম এ মান্নান বলেন, বিজয় তার নয়। এই বিজয় ইসলামি শক্তির বিজয়। সরকার আলেম-উলামাদের নির্যাতন করেছে। গত মঙ্গলবার রাতে গাজীপুর শহরের ন্যাশন কমিউনিটি সেন্টারে জামায়াতের গাজীপুর জেলা শাখা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে অধ্যাপক এম এ মান্নান এসব কথা বলেন।
জিসিসি নির্বাচন ছিল একটি চ্যালেঞ্জ। আরেকটি চ্যালেঞ্জ আন্দোলন সংগ্রামের মাধ্যমে জালিম সরকারের পতন ঘটনো। গাজীপুর জেলা জামায়াতের আমির আবুল হাসেম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন, নবনির্বাচিত কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, গাজীপুর জেলা বারের সাবেক সভাপতি ডক্টর সহিদ উজ্জামান, গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ এ এস এম সানাউল্লাহ, সাংগঠনিক সচিব ড.জাহাঙ্গীর আলম, হেফাজতে ইসলামের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সভাপতি আবু নাঈম মোল্লা প্রমুখ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, খায়রুল আলম ও মাহবুবুর রশিদ খান শিপু।
অনুষ্ঠানে নতুন মেয়র ও ৪ জন কাউন্সিলরকে জামায়াতের ইসলাম ও ছাত্র শিবিরের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
সরকারকে গাজীপুরের জনগণ লাল কার্ড দেখিয়েছে -এম এ মান্নান
Share This