জি নিউজ বিডি ডট নেট ঃ- বিগত ২৩ বছর ধরে তিনি ছিলেন। এখন আর নেই। এই দীর্ঘ সময় বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা বিশাল সুযোগ-সুবিধায় ছিলেন। এখন যা হারালেন তিনি। সেই ১৯৯১ সাল থেকে শুরু – শেষ হলো ২০১৪ সালের জানুয়ারিতে। আর এই দুর্ভাগ্যের শিকার হলেন তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে পাঁচটি আসনে বিজয়ী হয়ে তিনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ‘সংবিধান রক্ষার’ নির্বাচনেও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৯৬ সালের জুনে সপ্তম সংসদ নির্বাচনে সমসংখ্যক আসনে বিজয়ী হয়ে খালেদা জিয়া হন বিরোধী দলীয় নেতা। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে তার নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তার দল পরাজিত হলেও তিনি তিনটি আসনেই বিজয়ী হন। নবম সংসদে তিনি হন বিরোধী দলীয় নেতা। সবশেষ গত ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট। স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮১ সালে খালেদা জিয়া রাজনীতিতে আসেন। দীর্ঘ ২৩ বছর ধরে তিনি সরকারি সুযোগ-সুবিধার মধ্যে ছিলেন। গাড়ি-বাড়ি, অফিস ও নিরাপত্তা ছিল সরকারিভাবেই। উল্লেখ-গতকাল বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের সদস্যদের শপথ গ্রহণের পর থেকে খালেদা জিয়া আর বিরোধী দলীয় নেতা নন। এই সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। তাঃ- ১০ জানুয়ারি, ২০১৪