সরকারের প্ররোচনায় গডফাদার তৈরি হচ্ছে-এরশাদ

ershad3জি নিউজঃ-জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন সরকারের প্ররোচনায় সারাদেশে গডফাদার তৈরি হইয়েছে। তিনি নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার সমালোচনা করে এরশাদ বলেন, “গডফাদার নূর হোসেনের মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে প্রশাসন জড়িত। তাদের সহযোগিতায় এ হত্যাকাণ্ড ঘটেছে। সরকারের সহযোগিতা না থাকলে এ গডফাদার তৈরি হতো না ।গতকাল সোমবার বনানীস্থ কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ-রব) কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের জাতীয় ছাত্র সমাজে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এরশাদ বলেন, “নূর হোসেনের বাসস্ট্যান্ড থেকে অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার হয়েছে। এটা কি পুলিশের অজান্তে এসেছে? পুলিশ সব জানত কিন্তু তাকে ছোঁয়ার ক্ষমতা নেই পুলিশের। পত্রিকায় এসেছে, একজন পুলিশ সুপারও নাকি (এসপি) ইয়াবা সম্রাট নামে পরিচিত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জিয়াকে কারা খুন করেছে তা সবাই জানে, আমি তাদের নাম বলতে চাই না। আমাকে হয়রানি করার জন্য মঞ্জুর হত্যার দায়ে ১৪ বছর ৯ মাস পরে এ মামলা দেয়া হয়েছে।”তিনি বলেন, “জিয়া যেদিন খুন হন তার পাশের রুমে বিএনপির এক নেতা ছিলেন। আমি কারও নাম উল্লেখ করিনি। কিন্তু বদরুদ্দোজা চৌধুরী কেন প্রতিক্রিয়া দেখালেন তা আমি বুঝতে পারি না।এরশাদ বলেন, “ছাত্রলীগ টেন্ডার বাক্স ছিনতাই করে। তারা এ সাহস পায় কোথা থেকে। কারণ তারা জানে, টেন্ডার বাক্স ছিনতাই করলে তাদের কিছু হবে না।ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইফতেখার আহসান,এতে আরো বক্তব্য রাখেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাংগঠনিক সম্পাদক শাহী আজম, ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী প্রমুখ।

Exit mobile version