জি নিউজ বিডি ডট নেট ঃ- সরকার ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে বিভেদ ও ঝগড়া করতে চায়। বিএনপির বিরুদ্ধে সরকারের মন্ত্রীরা এমন সব বক্তব্য দিচ্ছেন, এমন উস্কানিমূলক বক্তব্য রাখছেন, এটা সংলাপ ও সমঝোতার পথ রুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন । গতকাল শনিবার রাজধানীর নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।এছাড়া শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উদ্দেশে রিপন বলেন, এমন কোনো ভাষা ব্যবহার বা কোনো উস্কানিমূলক বক্তব্য দেবেন না যাতে করে ভবিষ্যতে সংলাপের পথ, সমঝোতার পথ রুদ্ধ না হয়ে যায়। তিনি বলেন, “সরকারের সমালোচনা করছি, সমালোচনা করব এটাই আমাদের গণতান্ত্রিক অধিকার। সরকার সম্পূর্ণভাবে, হামলা মামলা, নির্যাতন নিপীড়নের পথ বেছে নিয়েছে। আমরা আশা করি সরকার এই পথ থেকে সরে আসবে। গতকাল রাজধানীতে এক সম্মলনে উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে আমির হোসেন আমু বলেছিলেন, তাদেরকে নাকে খত দিয়ে থুতু চেটে খেয়ে নির্বাচনে আসতে হচ্ছে, এছাড়া তাদের কোনো উপায় নেই। আমুর মন্তব্যের সমালোচনা করে রিপন বলেন, “আমরা আশা করব আমাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ তিনি যে দলেরই হোন না কেন, শালীনতার মধ্যে থেকে কথা বলবেন। নেতারা তাদের বক্তব্যে মধ্যে এমন কোনো কথা বলবেন না যাতে করে আমাদের তরুণ প্রজন্মম্ম রাজনৈতিক নেতাদের সম্পর্কে শ্রদ্ধার পরিবর্তে ঘৃণা বা অশ্রদ্ধার মনোভাব পোষণ করে। এ মতবিনিয়ম সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম । তাঃ- ২৬ জানুয়ারি২০১৪