সরকার জনগণের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতাপূর্ণ কাজে লিপ্ত- রিজভী

rijviiজি নিউজ ঃ-সরকার যদি গুম খুন বন্ধ না করে তাহলে গুপ্তঘাতক ও চক্রান্তকারীদের উচ্ছেদ করতে বিএনপি ঐতিহাসিক প্রতিশোধ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন -বিএনপি  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।রিজভী আহমেদ বলেন, আগামী ৩১শে মার্চের নির্বাচনকে কেন্দ্র করে চাপাইনবাবগঞ্জ, ফেনী, ময়মনসিংহ, কুমিল্লা,পাবনা ও গাজীপুর জেলায় বিএনপি সমর্থিত প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের ওপর বেপরোয়া হামলা  চালানো হচ্ছে।  ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা হুমকি দিচ্ছে সরকার দলীয় ক্যাডাররা। এছাড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপি  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, প্রথম ও দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থী এগিয়ে থাকায় সরকার তাল হারিয়ে ফেলেছে। পরবর্তী দফাগুলোতে নজিরবিহীন ভোটডাকাতি সহিংসতা চালিয়েছে। রিজভী বলেন, ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পরই সরকার জনগণের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতাপূর্ণ কাজে লিপ্ত হয়েছে। এরপর গত ৫ই জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের পর ক্ষমতায় টিকে থাকতে আরও বেপরোয়া হয়ে উঠেছে। বিনা বিচারে বিরোধী নেতাকর্মীদের আটক করে রাখছে। সরকার যদি হত্যা, গুম, খুন বন্ধ না করে তাহলে গুপ্তঘাতক ও চক্রান্তকারীদের উচ্ছেদ করতে ঐতিহাসিক প্রতিশোধ নেবে বিএনপি। কি ধরনের প্রতিশোধ নেবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।

Exit mobile version