স্টাফ রিপোর্টার, জি নিউজ: সরকার সংলাপের আমন্ত্রণ জানিয়ে প্রধান বিরোধী দল বিএনপিকে কোনো লিখিত প্রস্তাব দেবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, সংলাপ বিষয়ে লিখিত প্রস্তাব দেয়ার প্রশ্নই আসে না। এ দাবি বিরোধী দলের , সুতরাং প্রস্তাব তাদেরকেই নিয়ে আসতে হবে। মঙ্গলবার ধানমন্ডি আওয়ামী লীগ এ র রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ এ কথা বলেন।
বিএনপির শীর্ষ নেতাদের কারাগারে রেখে কিভাবে সংলাপ হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, সংলাপের এখনো অনেক সময় আছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিএনপির শীর্ষ নেতারা বেরিয়ে আসলে চলমান সংকট নিরসনে সংলাপ হতে পারে।
তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার সমর্থন করি না। তাদের গ্রেফতার যেমন দুর্ভাগ্যজনক তেমনি তাদের সন্ত্রসী কর্মকাণ্ড আরো বেশি দুর্ভাগ্যজনক। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করেছে।আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা বেরিয়ে আসবেন। ফটিকছড়ির মতো আবারো ঘটনা ঘটানো হবে- বিএনপি নেতাদের এমন হুমকির বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফ বলেন, দেশের অনেক মানুষ মনে করে তাদের বিএনপি র সঙ্গে অনেক দল ও এজেন্সির যোগসূত্র আছে। এসব কথা বলে তাদের নিজেদের লিগ্যালাইজ বৈধ করার চেষ্টা করছে।
বর্তমান রাজনৈতিক সংকট কিভাবে উত্তরণ করা সম্ভব এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল সমস্যা সমাধান করা সম্ভব। তত্ত্বাবধায়কের মতো অগণতান্ত্রিক প্রক্রিয়া চিরকাল চলতে পারে না। পাঁচ বছর যদি একটি নির্বাচিত সরকারকে দায়িত্ব দিতে পারে জনগণ, তবে তারা তিন মাস কেন চালাতে পারবে না। নির্বাচন কমিশনের প্রতি সরকারের আস্থা রয়েছে। এ সরকারের আমলে প্রায় ছয় হাজারের বেশি নির্বাচন হয়েছে। তার কোনটি নিয়েই প্রশ্ন ওঠেনি।
তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবন বিপন্ন করে সর্বনাশা আত্মঘাতি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইতিবাচক দায়িত্বশীল ভূমিকা পালন করুন। আমাদের সহযোগিতা করুন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।