জি নিউজ বিডি ডট নেট ঃ- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের নিমর্মভাবে ‘বিচার বহির্ভূতভাবে’ হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল শনিবার রাতে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশে একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করতে সরকার বিরোধীদলের নেতা-কর্মীদের গুম-খুন ও নিপীড়ন-নির্যাতন করছে। তিনি বলেন সরকার যৌথ বাহিনী দিয়ে প্রতিদিন তারা দেশে বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের নিমর্মভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করছে। এভাবে দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, কয়েকদিন আগে গোলাম রাব্বানীকে যৌথবাহিনী পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করে। কিন্তু অত্যন্ত বেদনা ও দুঃখের বিষয় আজ তার ক্ষত-বিক্ষত লাশ সদর উপজেলায় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ের কাছ থেকে পুলিশ উদ্ধার করে। এই নির্মম হত্যাকাণ্ডের দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারবে না। এদিকে যুবদলের নীলফামারি সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানান তিনি। এছাড়া সরকার রাষ্ট্রশক্তিকে দলীয় স্বার্থে ব্যবহার করে মানুষের জান-মালের নিরাপত্তা কেড়ে নিচ্ছে। আমরা সরকারের প্রতি আহবান জানাব, অবিলম্বে রাষ্ট্রীয় নির্যাতনের পথ পরিহার করুন। নইলে এর ফল শুভ হবে না, বলে হুঁশিয়ারি দিয়াছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
সরকার ১৮ দলের নেতা-কর্মীদের নিমর্মভাবে হত্যা করছে – মির্জা ফখরুল
Share This