জি নিউজ বিডি ডট নেট ঃ- জাতীয় জীবনে সকল বিপর্যয় থেকে মুক্তির জন্য আত্মশুদ্ধি, সমাজ সংশোধন, সর্বপ্রকার অন্যায়-অনাচার বন্ধ ও নাস্তিকদের পরিহার করতে হবে। আল্লাহর কাছে সকলকে তওবা করতে হবে, অন্যের দোষ-ক্রুটি নয়, প্রথমে আত্মসমালোচনা করতে হবে, সর্বোপরি মহান আল্লাহর দিকে ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ শফী । তিনি বলেন আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনের সকল সঙ্কট-সম্ভাবনাকে কুরআন সুন্নাহের আলোকে মূল্যায়ন করতে হবে। এদেশের মুসলমানদের ব্যক্তি জীবনের অবক্ষয়, সামাজিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতাসহ সকল অশান্তির সবচেয়ে বড় বা প্রধান কারণ হলো আমাদের পাপাচার ও আল্লাহ বিমুখতা। আগামী ১২ ও ১৩ ডিসেম্বর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলন উপলক্ষে সোমবার এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আল্লামা শফী আরও বলেন, আল্লাহর রাসূলের ভালোবাসা ও আদর্শকে সবকিছুর ওপর স্থান দিতে হবে। মানবতা, মানবাধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সমাজ থেকে নাস্তিকতার বিজ উৎপাটন এবং নাস্তিকদের যথাযথভাবে প্রতিহত করতে হবে। তিনি বলেন, হেফাজতে ইসলামের ১২-১৩ ডিসেম্বরের মহাসম্মেলনের প্রধান উদ্দেশ্য মানুষের মাঝে ঈমানি চেতনাকে উজ্জীবিত করা, মুসলমানদের আত্মশুদ্ধি ও আমল-আখলাককে সংশোধন করা, মহান আল্লাহর দরবারে তওবার মানসিকতা সৃষ্টি করা। এই সম্মেলন সফল করার জন্য দল-মত, শ্রেণী-পেশা নির্বিশেষে সকলকে সাধ্যমতো কুরবানি দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই সম্মেলনে কুরআন-সুন্নাহর চর্চা ও আলোচনা হবে, মানুষকে দীনের পথে ডাকার এই বিশাল জমায়েত ইনশাআল্লাহ অবশ্যই সফল হবে। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারীস্থ দারুল উলূম মাদ্রাসায় দায়িত্বশীল ও সম্মেলন প্রস্তুতি কমিটির এ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, চট্টগ্রাম মহানগর সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা তাজুল ইসলাম (পীর সাহেব ফিরোজশাহ্), প্রস্তুতি কমিটির সেক্রেটারি মাওলানা লোকমান হাকিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী উপস্থিত ছিলেন।
সর্বপ্রকার অন্যায় অনাচার বন্ধ ও নাস্তিকদের পরিহার করতে হবে-আল্লামা শফী
Share This