বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক, সাপ্তাহিক সংবাদ শিরোনাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক দিদার আশরাফীর পিতা এস এম খোরশেদ আলম মঞ্জু বার্ধক্যজনিত কারণে অদ্য ৩১ মার্চ সোমাবর রাত সাড়ে ৯টায় চর চাক্তাইস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। এস এম খোরশেদ আলম মঞ্জু মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে যান। আজ ১ এপ্রিল মঙ্গলবার বাদে জোহর দক্ষিণ বাকলিয়াস্থ মিয়াখান নগর বেলাখাঁন জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উক্ত নামাজে জানাযায় শরিক হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করার জন্য সকলের প্রতি অনুরোধ করা যাচ্ছে।
এদিকে সাংবাদিক দিদার আশরাফীর পিতার মৃত্যুতে বিভিন্ন শুধী মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়। শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক সংবাদ শিরোনাম পত্রিকার প্রধান উপদেষ্টা লায়ন এম. শফিউল আলম, নির্বাহী সম্পাদক আলমগীর নূর, সম্পাদক মন্ডলির সভাপতি নাসরিন সোলতানা, চট্ট্রগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিরণ শর্মা, সহ–সভাপতি কামরুল হুদা, সাংগঠনিক সম্পাদক আমিন উল হক শাহিন সহ সিআরইউ’র সকল নেতৃবৃন্দ, চলচিত্র অভিনেতা নায়ক রাজ রাজ্জাক, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রাজনীতিবিদ আলহাজ্ব এরশাদ উল্লাহ, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ সালাম, উত্তর জেলা যুবলিগের সাধারণ সম্পাদক এস.এম. রাশেদুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি পংকজ বৈদ্য সুজন প্রমুখ।