জাহিদুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি ঃসাংসদ গোলাম মওলা রনি কর্তৃক ইনডিপেন্ডেট টেলিভিশনের ফটো সাংবাদিকের উপর শারিরীক নির্যাতন ও নগ্ন হামলার প্রতিবাদে শেরপুরের সীমান্তবর্তী প্রেসক্লাব ঝিনাইগাতীর উদ্যেগে ৩০ জুলাই সোমবার দুপুরে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহবায়ক হারুনুর রশিদ দুদু’র সভাপতিত্তে¡ হামলাকারী জাতীয় সংসদ সদস্য গোলাম মওললা রনি’র দৃষ্টান্তমূলক শাস্তি ও তার সদস্যপদ বাতিল করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, সাংবাদিক এম মোকাদ্দেছ আলী , গোলাম রব্বানী টিটু, মতিউর রহমান মধু, মুহাম্মদ আবু হেলাল, মীর জাহাঙ্গীর কবির, আরিফুর রহমান, আর এম সেলিম শাহী, মেহেদী হাসান মাসুম, এস এম মাসুদ আলম, ইউসুফ আলী সরকার, জাহিদুল ইসলাম, গোলাপ হোসেন, আব্দুল হান্নান, রেজাউল করিম, এস এম বাদশা, শাহ আলম, সোহেল ও ইমরান হোসেন প্রমুখ। উক্ত প্রতিবাদ সভায় সাংবাদিক বক্তারা আক্ষেপ করে বলেন, রাষ্ট্রের ৪টি স্ত¤ে^র মধ্যে ৪র্থ স্ত¤ে^ সাংবাদিকদের স্থান – এটা শুধু কথার কথা। তাই যদি না হতো, একজন আইন প্রণেতা হয়েও প্রকাশ্যে দিবা লোকে কর্তব্যরত একজন কলম সৈনিকের উপর নগ্ন হামলা ও শারিরীক নির্যাতন করলো কিভাবে ? সাংবাদিকরা নাকি জাতির বিবেক।আজ সাংবাদিকদেরই যেখানে জান-মালের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা আছে কতটুকু ? সাংবাদিকগণ সংবাদের শিরোনাম তৈরী করেন পাঠকের জন্য, আর আজ সাংবাদিকরাই বার বার হচ্ছেন সংবাদের শিরোনাম ! একটা একটা ¯^াধীন ও সার্ভভৌম দেশের জন্য কতটুকু লজ্জার। বক্তারা আরো বলেন, মহাজোট সরকারের পরবর্তী নির্বাচনের সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য প্রতিটি সাংবাদিক নির্যাতিন ও হত্যার সুষ্ট বিচারের মাধ্যমে মহাজোট সরকারকে কলংকমুক্ত করা। আর তা যদি না হয়, সকল কলম সৈনিকেরা যদি এক কাতারে এসে যায়, তাহলে এ সরকারের জন্য হবে বিরাট এক ক্যান্সার, যে ক্যান্সার থেকে আর কোন দিন এ সরকার উটতে পারবে না। কাজেই মহাজোট সরকারের কাছে সাংবাদিক পেটানো সন্ত্রাসী এমপি রনি’র সংসদ সদস্যপদ বাতিল ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান সাংবাদিক বক্তারা।