সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে ‘সাঈদী মুক্তি মঞ্চ’ এর অন্যতম উদ্যোক্তা আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার“জ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ র“পসা ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সাতক্ষীরা পুলিশ সুপার মো.আসাদুজ্জামান জানান, তার বির“দ্ধে আশাশুনির প্রতাপনগরে ২৮ ফেব্র“য়ারির পর থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৭ মার্চ থেকে আশাশুনির প্রতাপনগর তালতলা নামক স্থানে সাঈদীর মুক্তির দাবীতে মঞ্চ তৈরী করে দিন ব্যাপী ধর্মীয় উস্কানীমুলক বক্তব্য ও সরকার বিরোধী প্রচারনা চালায় জামায়াত। এর অন্যতম সংগঠকের ভুমিকা পালন করেন তিনি। আশাশুনি থানার ওসি হার“ন অর রশীদ জানান, তার বির“দ্ধে হরতালে নাশকতা, গাছ ফেলে রা¯—া অবরোধ, স্থানীয় আওয়ামী লীগ অফিস ভাংচুর, ইউনিয়ন পরিষদ ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বির“দ্ধে খুলনা যুগ্ম দায়রা জজ আদালতের একটি মামলায় এক বছরের সাজা বহাল আছে।
কাজী নাসির উদ্দীন /সাতক্ষীরা/ জি নিউজ