গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার সাঘাটা উপজেলার পল্লীতে নিজ ঘরে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে স্বপ্না বেগম (২৮) নামে এক সন্তানের জননী ।
জানা গেছে, উপজেলার গজারিয়া গ্রামের ছাইদুর রহমানের স্ত্রী এক সন্তানের জননী স্বপ্না বেগম (২৮) পারিবারিক কলহের জেরধরে রবিবার বিকেলে নিজ ঘরে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। বাড়ীর লোকজন ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সাঘাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।