জি নিউজ বিডি ডট নেট ঃ– বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা ও গুম করে সরকার দেশব্যাপী বিভীষিকাময় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে । তিনি বলেন, “বিরোধী দলের যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, হত্যা-গুম-মিথ্যা মামলা, রিমান্ডে নিয়ে নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও দখলবাজি চালাচ্ছে সরকার। তারা গণতন্ত্রের সব শর্ত পদদলিত করে বিভীষিকাময় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তিনি শুক্রবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, “তাদের ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাতেই শুক্রবার টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও দলের নেতা রফিকুল ইসলাম ফারুককে গুলি করে হত্যা করেছে। শুক্রবার সকালে জেলা বিএনপির নির্বাহী সদস্য ও দাইন্যা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে (৪৬) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা । তিনি রফিকুল ইসলাম ফারুক হত্যাকাণ্ডসহ বিরোধী নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দাবি করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “সরকার সন্ত্রাস ও সাজানো নির্বাচনের মাধ্যমে দীর্ঘকাল ক্ষমতায় থাকার যে নীল নকশা তৈরি করেছে, তাতে রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের মৌলিক অধিকার আজ চরম হুমকির সম্মুখীন। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঃ-২০-১২-২০১৩