স্টাফ রির্পোটার ঃ সাতক্ষীরায় জোবায়ের এবং নজরুল নামের দুই প্রতারকের অভিনবকায়দায় ব্যবসায়িক প্রতারণা খবর পাওয়া গেছে। পল্টন থানায় ১৮৯/৩-৬-১৩ নংসাধারণ ডায়েরী সুত্রে জানা যায়, বছর খানেক আগে জোবায়ের নামক জৈনক ব্যক্তিহার্বস ফার্মা লিমিটেড নামক কুষ্টিয়ায় অবস্থিত একটি প্রতিষ্ঠানের বিষয়েজানাশোনা করে। সে একটি ঔষধ প্রতিষ্ঠানে ব্রাক্ষ্মনবাড়ীয়া জেলার বিজয়নগরথানায় সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকুরীরত থাকার সময়ে হার্বস ফার্মালিমিটেড এর উৎপাদিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ(বিসিএসআইআর) হতেপরীক্ষিত পার্শ¦প্রতিক্রিয়ামুক্ত ভেষজ ফুড সাপ্লিমেন্ট সিরাপ হেলথ টনিকসম্পর্কে জানে। পণ্যটির গুণগত মান জোবায়েরকে মুগ্ধ করে। এক পর্যায়ে সে তারচাকুরীরত প্রতিষ্ঠানের চাকুরী ছেড়ে দিয়ে হার্বস ফার্মা লিমিটেড এর পরিবেশকহবার ইচ্ছা প্রকাশ করে। সে হিসেবে সে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক’কেতার ইচ্ছা জানালে তিনি তাকে তার প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলেন। জোবায়েরআজ কাগজ দিচ্ছি কাল দিচ্ছি করে কাগজ পাঠায় নি। তার সাথে সে মার্কেটিংপার্টনার হিসেবে মোঃ নজরুল ইসলাম নামের আরেক সহযোগী গ্রহণ করে। সে ২০১২ এরজুনে প্রতিষ্ঠান হতে ৯০,০০০(নব্বই হাজার) টাকার হেলথ টনিক ক্রয় করে। দুইকিস্তিতে সমুদয় টাকা পরিশোধ করার কথা জানায় এবং ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকাপ্রদান করে। মার্কেটিং এর শর্ত হিসেবে হার্বস ফার্মা লিমিটেড কর্তপক্ষতাদের পিছনে ১০০০০(দশ হাজার) টাকা মুল্যমানের ফেষ্টুন এবং পত্রিকায়বিজ্ঞাপন ব্যপারেও ব্যপক খরচ করে।
প্রতিষ্ঠানটি এ দুই সহযোগীকে প্রতিষ্ঠানের প্রাপ্ত টাকা পরিশোধ করতেবার বার তাগিদ দিলেও প্রায় ৮ মাস যাবৎ নানা বাহানা করে বর্তমানে তারাপ্রতিষ্ঠানের বকেয়া টাকা পরিশোধ না করার জন্য অভিনব কায়দার আশ্রয় গ্রহণকরেছে। ১. প্রতিষ্ঠান তাদেরকে ২২৫ টাকা দরে পণ্য প্রদান করলেও তারা বলছেতাদেরকে ১৯০ টাকা দরে পণ্য প্রদান করা হয়েছে। ২. ফেষ্টুন বাবদ কোন টাকাতাদের দেবার কথা না থাকলেও তারা বলছে তারা ফেষ্টুনবাবদ টাকা দিয়েছে এবংতাদের নিকট কোন প্রমানও নেই। ৩. অফিস ভাড়ার বিষয়ে কোন আলোচনা না থাকাসত্বেও তারা অফিস ভাড়া বাবদ টাকার হিসেব দিচ্ছে। ৬ বছরের পুরোনোপ্রতিষ্ঠানের পণ্য কোন সাইড ইফেক্ট না থাকা সত্বেও তারা প্রডাক্ট এরব্যপারে তারা অভিযোগ আবিষ্কার করে অসদুপায়ে অর্থ আদায়ের অভিনব ধান্ধায় মেতেওঠে। জিডি’র কাগজসুত্রে আরো জানা যায় এ দুই সহযোগী বিভিন্ন মোবাইল যোগেপ্রতিষ্টানের মালিকপক্ষকে মামলাসহ নানাবিধ ক্ষতি করার হুমকি প্রদান করছে।থানা কর্তৃপক্ষ পুলিশ অফিসার মোঃ তাহের ভুঁইয়া কে ব্যবস্থা নিতে আদেশপ্রদান করে।