সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামী লীগের দু’গ্র“পের সংঘর্ষে আহত- ১০

দায়িত্ব অবহেলার অভিযোগে এস আই ক্লোজড

 

সাতক্ষীরা প্রতিনিধিঃআধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাদি গ্রামে শনিবার সকালে আওয়ালী লীগের দুগ্রপের রক্তয়ী সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেআশাশুনির তেতুলিয়া বাজারে এ ঘটনা ঘটেঘটনার পর আশাশুনি থানার উপ-পরিদর্শক (এস আই) আলী হোসেনকে ক্লোজড করা হয়েছে

পুলিশ ও এলাকাবাসি জানায়, কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ইউপি মে¤^র যুবলীগ নেতা মন্টুর একই গ্রামের ওয়ার্ড আওয়ালী লীগের সাধারন সম্পাদক আব্দুস সবুরের আগে থেকেই রাজনৈতিক বিরোধ ছিল

শুক্রবার বিকেলে মন্টু গ্রপের সেলিমকে মারধর করে সবুর গ্রপের লোকজনএরই জের ধরে শনিবার সকাল ১১ টার দিকে উভয় গ্রপের মধ্যে রক্তয়ী সংঘর্ষ হয়

সংঘর্ষে উভয় গ্রপের লোকজন রামদা, চাকু, চাইনিজ কুঠারসহ ধারালো অস্ত্রশস্ত্র ব্যবহার করেএতে কমপক্ষে ১০ জন রক্তাক্ত জখম হয়এতে শাহীন, শফিকুল, সালাম, আব্দুর রউফ, নুরল ইসলাম, ইসমাইল, নুর মোহাম্মদ গাজী, আলিম, রিপন ও কামরল ইসলাম গুরতর আহত হয়এদের মধ্যে শাহীন ও সালাম এর অবস্থা আশংকাজনকতাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে দুটি রামদা উদ্ধার করা হয়েছেএ ঘটনায় মোসলেম ও সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশএছাড়াও দায়িত্ব অবহেলার অভিযোগে আশাশুনি থানার উপ-পরিদর্শক (এস আই) আলী হোসেনকে ক্লোজড করা হয়েছে

কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা

Exit mobile version