সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকায় যুদ্ধাপরাধী সাঈদী মুক্তি মঞ্চের অন্যতম সংগঠক প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের নেতা ফজলুর রহমান জোয়ারদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে আশাশুনি উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, ২৮ ফেব্র“য়ারি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বির“দ্ধে ফাঁসির রায় হওয়ার পর আশাশুনির আনুলিয়ায় সাঈদী মুক্তি মঞ্চ তৈরী করে এলাকায় ত্রাস সৃষ্টি করে জামায়াত-শিবির। এ ঘটনায় যারা নেতৃত্ব দেন। ফজলুর রহমান তাদের অন্যতম। গ্রেপ্তারকৃত ফজলুর রহমানের বির“দ্ধে হরতালে গাছকাটা, পুলিশের কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে ৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।