কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরাঃদুর্বৃত্তদের হামলায় আহত আওয়ামী লীগের কর্মী আব্দুল হামিদ (৫৭) বুধবার ভোরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের ফজর আলীর ছেলে। তাকে আহত ও সংজ্ঞাহীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে পাঁচরকি এলাকা থেকে পুলিশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক জানান, প্রতিদিনের ন্যায় সদরের মাধবকাটি বাজারের নাইটগার্ডের দায়িত্ব পালন করছিল আব্দুল হামিদ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মাধবকাটি বাজারের বেশ কয়েকটি দোকান বন্ধ করতে বলে জামায়াত শিবির কর্মীরা। আব্দুল হামিদ ‘পুলিশ আসছে’ বলে জামায়াত শিবির কর্মীদের হুশিয়ারী দেন। এর কিছুক্ষন পর ৬/৭ জন মুখোশধারী দূর্বৃত্ত তাকে জোর পূর্বক ধরে নিয়ে যায়। রাত নয়টার দিকে পাচরকি এলাকা থেকে তাকে সঙ্গাহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ। দূর্বৃত্তদের হামলায় তার বাম হাত ও দু’পা ভেঙ্গে যায়। রাতে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।
নিহতের ছেলে মিলন হোসেন জানান, গাছ কেটে সড়ক অবরোধ করাসহ বিভিন্ন নাশকতার মামলার আসামীদের ধরতে পুলিশকে বিভিন্ন সময়ে সহায়তার জন্য জামায়াত-শিবির কর্মীরা তাকে বেশ কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছিল। এরই জেরধরে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে মনে করছেন নিহতের স্বজনরা। এব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে।