সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা সদর উপজেলার সাতানী হাইস্কুলের পাশ থেকে আব্দুল মালেক (৩৫) নামে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে স্থানীয় নাইটগার্ডদের দেওয়া খবর পেয়ে পুলিশ তার মৃত দেহ উদ্ধার করে। আব্দুল মালেক জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ইমান আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে স্থানীয় একটি পোল্ট্রি খামার থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কিন্তু তিনি সেখানে কি করছিলেন, বা কেন গিয়েছিলেন তা জানা যায়নি।