সাতক্ষীরায় চাঞ্চল্যকর রশিদ হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

atok-copyসাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গার চাঞ্চল্যকর রশিদ হত্যা মামলার এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে এস আই আব্দুল আজিজ সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের কেরামত আলীর ছেলে আবুল কাসেম ও জাকির হোসেন, শহীদুল ইসলামের ছেলে সাদ্দাম, গোবিন্দপুর গ্রামের শামসুর গাজীর ছেলে মঈন এবং আশাশুনি উপজেলার মান্দারবাড়ী গ্রামের কোবাত আলীর ছেলে হাশেম আলী।

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল­াহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১১ এপ্রিল  মাটিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের মাছের ঘেরে ডাকাতির উদ্দেশ্যে হানা দেয় দুর্বৃত্তরা। ডাকাতরা রশিদ ও তার ছেলেদের কুপিয়ে পালিয়ে যান। মারাতœক আহত অবস্থায় আব্দুর রশিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় তার ছেলে মামুন অর রশীদ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

কাজী নাসির উদ্দীন/ সাতক্ষীরা /জি নিউজ

Exit mobile version