সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার চৌবাড়িয়া, শ্রীরামপুর ও গাভা গ্রাম থেকে চার জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
সোমবার দুপুরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন, সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নুর ইসলামের ছেলে ইয়াসিন মোড়ল, শ্রীরামপুর গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে হুমায়ুন কবির, একই গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আলম বিশ্বাস ও গাভা গ্রামের আঃ রকিব। তাদের বির“দ্ধে হরতালে রাস্তার গাছ কেটে অবরোধ, বাস, ট্রাক ভাংচুরসহ নাশকতা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগে এজাহার নামীয় আসামী বলে জানাগেছে।
এছাড়াও সদর উপজেলার গাভা গ্রামের সৈয়দ আলীর ছেলে মাহাতাব সরদার (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। আটক মাহাতাব সরদার একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত। সে দীর্ঘদিন পালিয়ে ছিল। এছাড়াও তার নামে পৃথক ৫টি মামলা রয়েছে। এরমধ্যে ৪টিতে গ্রেপ্তারী পরোয়ানা ছিল পুলিশের হাতে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আমান উল্যাহ জানান, ধৃতদের গ্রেপ্তারের পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
কাজী নাসির উদ্দীন/সাতক্ষীরা / জি নিউজ