সাতক্ষীরা প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে এক হাজার পঞ্চাশ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের ৩ জন মালিক পালিয়ে যায়। রোববার রাত সাড়ে ১০ টার দিকে জেলার কালিগঞ্জ উপজেলা ¯ স্বাস্থ্য কমপেক্স এলাকা থেকে উক্ত ফেনসিডিল উদ্ধার করে।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক সরদার মোশাররফ হোসেন গনমাধ্যমকে জানান, কালিগঞ্জ ¯ স্বাস্থ্য কমপেক্সের সম্মুখ থেকে পরিবহন যোগে ঢাকায় ফেনসিডিল পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দুরে তারই নেতৃত্বে অভিযানকারি ডিবি পুলিশের একটি দল কালিগঞ্জ স্বাস্থ্য কমপেক্স এলাকায় হানা দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের মালিকরা পালিয়ে যায়। পরে সেখান থেকে কয়েক ব¯—া ফেনসিডিল উদ্ধার করা হয়। যার পরিমান ১০৫০ বোতল।
এব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে পলাতক কালিগঞ্জ উপজেলার চন্দিপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে মুনসুর আলী, একই উপজেলার তারালী গ্রামের খোকন ও দেবহাটার পার“লিয়া গ্রামের মৃত কদম আলীর ছেলে মাওলাকে আসামী করে মামলা দায়ের করেছেন।
কাজী নাসির উদ্দীন/ সাতক্ষীরা/জি নিউজ