সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী বাজারে তিন স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টার সময় প্রাইভেটকারসহ দুই অপহরণকারীকে আটক করেছে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তালা উপজেলার শিরাশুনী গ্রামের তানিয়া সুলতানাসহ তিন স্কুল ছাত্রী সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ে আসার পথে ৫ জন অপহরণকারী তাদেরকে জোর করে প্রাইভেটকারে উঠানোর চেষ্ঠা করে। এসময় এলাকাবাসীরা এগিয়ে আসলে ৩ জন অপহরণকারী পালিয়ে গেলেও ড্রাইভারসহ দুই অপহরণকারীকে আটক করে এলাকাবাসী।
তবে স্থানীয়রা জানান, প্রেমঘটিত কারণে তাদেরকে প্রাইভেটকারে তুলে নেয়ার চেষ্টাকালে স্থানীয়রা বাধা দেয়।
আটককৃতরা হলো- যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামের আক্কাস সরদারের ছেলে আক্তারুজ্জামান (২৬) ও সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ড্রাইভার জাকির হোসেন (৩০)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সাতক্ষীরায় তিন স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা
Share This