প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তালা উপজেলার শিরাশুনী গ্রামের তানিয়া সুলতানাসহ তিন স্কুল ছাত্রী সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ে আসার পথে ৫ জন অপহরণকারী তাদেরকে জোর করে প্রাইভেটকারে উঠানোর চেষ্ঠা করে। এসময় এলাকাবাসীরা এগিয়ে আসলে ৩ জন অপহরণকারী পালিয়ে গেলেও ড্রাইভারসহ দুই অপহরণকারীকে আটক করে এলাকাবাসী।
তবে স্থানীয়রা জানান, প্রেমঘটিত কারণে তাদেরকে প্রাইভেটকারে তুলে নেয়ার চেষ্টাকালে স্থানীয়রা বাধা দেয়।
আটককৃতরা হলো- যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামের আক্কাস সরদারের ছেলে আক্তারুজ্জামান (২৬) ও সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ড্রাইভার জাকির হোসেন (৩০)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।