জি নিউজ ঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের অভিযানে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়। শুক্রবার রাত ১০ টার দিকে শহর উপকণ্ঠের ছয়ঘরিয়া মোড় থেকে পুইশাকের বোঝার মধ্য করে পরিবহন যোগে ঢাকায় পাঠানোর আগেই আটক করা হয়েছে।
ডিবি পুলিশের পরিদর্শক সরদার মোশাররফ হোসেন জি নিউজ বিডি নেটকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে ডিবি পুলিশ অবস্থান নেয়। এরপর পুইশাকের আটি দেখে তা খুলে ফেনসিডিল পাওয়া যায়। এসময় একজনকে আটক করা হয়। ধৃতের নাম আবুল হোসেন (৪২) সে সদর উপজেলার আগরদাড়ি গ্রামের মৃত মোহর আলী সরদারের ছেলে। এব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে।
কাজী নাসির উদ্দীন/ সাতক্ষীরা/জি নিউজ