সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা ৩৮ বিজিবি’র সদস্যরা গতকাল ভোরে শহরের কামালনগর এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় ত্রিপিছ আটক করেছে। বিজিবি’র অপারেশন অফিসার মেজর আনোয়ার“ল মাযহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার রেজাউলের নেতৃত্বে শহরের কামালনগরে অভিযান চালালে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করা হয় ৫০৮টি ভারতীয় উন্নত মানের ত্রিপিছ। এছাড়া অপর এক অভিযানে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। কাজী নাসির উদ্দীন, জেলা প্রতিনিধি সাতক্ষীরা