সাতক্ষীরা প্রতিনিধি ঃ ভারতে পাচারের সময় শনিবার ভোরে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে বিজিবি অভিযান চালিয়ে ৬৭ কেজি ইলিশ মাছ ও ৩৭৮ পিচ থ্রি-পিচ আটক করতে সক্ষম হয়েছে। যার মূল্য ১০ লাখ ১২ হাজার টাকা। তবে বিজিবি এ সময় কোন চোরা চালানিকে আটক করতে পারেনি।
বিজিবি’র দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৮ ব্যাটালিয়নের সুবেদার শহিদ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা শহরের ইটাগাছা এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ ১২ হাজার টাকা মূল্যের ৬৭ কেজি ইলিশ মাছ ও ৩৭৮ পিচ থ্রিপিচ উদ্ধার করে।
সাতক্ষীরা বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আনোয়ার“ল মাযহার ইলিশ মাছ ও থ্রি পিছ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি’র উপস্থিতি দেখতে পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত মালামাল কাস্টমস এ জমা দেয়া হয়েছে।
কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা