সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরায় দুর্বৃত্তরা এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দ্বারা খুচিয়ে ও কুপিয়ে গুর“তর আহত করে নগদ ২লক্ষ ৮৫ হাজার টাকা সহ সোনার গহনা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বেলা ৩ টার দিকে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা করেছেন ওই ব্যবসায়ীর চাচা শহরের মুনশীপাড়ার রেজাউল করিম ছোট।
মামলা সূত্রে জানা যায়, মুনশীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মইনুল ইসলাম গত সোমবার বেলা ৩টার দিকে ভোমরা স্থল বন্দর থেকে ব্যবসায়িক কাজ শেষে নগদ ২ লক্ষ ৮৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে শ্রীরামপুর ব্রিজের নিকট পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা শহরের রসুলপুর এলাকার আব্দুল মজিদের ছেলে তানভিরের(২৪) নেতৃত্বে পলাশপোল এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে সালাম(২১), মৃত করিম গাজীর ছেলে লিটন(২৫), আনোয়ার ড্রাইভারের ছেলে রাতুলসহ অজ্ঞাত ৫/৭ জন দুর্বৃত্ত ছুরি, চাপাতি নিয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা এ সময় মইনুল ইসলামকে ছুরি দিয়ে খুচিয়ে এবং চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় বলে মামলার এজাহারে প্রকাশ।
সূত্র আরো জানায়, দুর্বৃত্তরা মইনুল ইসলামকে গুর“তর আহত করে নগদ ২ লক্ষ ৮৫ হাজার টাকা ও সোনার গহনা ছিনতাই করে পালিয়ে যায়। পরে গ্রামবাসী গুর“তর জখম অবস্থায় মইনুল ইসলামকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।
কাজী নাসির উদ্দীন/সাতক্ষীরা/জি নিউজ