কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরাঃসাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন এর সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত এর সহযোগি সম্পাদক ইয়ারব হোসেনকে (৪৫) পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে অবরোধকারি জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা। গতকাল শনিবার ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলার উত্তর দেবনগর চারাবটতলা এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে সহকর্মীরাসহ যৌথবাহিনী তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। জখমী ইয়ারব হোসেন বর্তমানে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত গতকালও সাংবাদিক ইয়ারব হোসেন মটরসাইকেলযোগে তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর থেকে সাতক্ষীরায় আসছিলেন পেষাগত দায়িত্ব পালনের লক্ষে। তিনি উত্তর দেবনগর চারাবটতলা এলাকায় পৌছালে জামায়াত-শিবির কর্মীরা তার মটরসাইকেল থামিয়ে তাকে টেনে হেচড়ে নামিয়ে তার মাথাসহ সম¯— শরিরে লোগার রড় ও জিআই পাইপ দিয়ে উপর্যুপরি আঘাত করে। আহত সাংবাদিক মাটিয়ে লুটিয়ে পড়লে তাকে ফেলে রেখে যায় চলে যায় জামায়াত শিবিরের সশস্ত্র ক্যাডাররা। ক্যাডারদের হামলায় তার ডান পা ভেঙ্গে যায়। একই সাথে ডান হাতও আঘাত প্রাপ্ত হয়। এছাড়াও ধারালো দায়ের কোপে তার মাথার ৫ জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন মাথার বিভিন্ন স্থানে কমপক্ষে ৩০টি সেলাই দিতে হয়েছে। আহত সাংবাদিক ইয়ারব হোসেন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে বিকালে সাতক্ষীরা প্রেসক্লাব এর সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোজাফফর রহমান সাংবাদিক ইয়ারব হোসেনের উপর বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্র“ত গ্রেপ্তারের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, পরিকল্পিত ভাবে সশস্ত্র জামায়াত শিবির ক্যাডাররা যে নগ্ন হামলা চালিয়েছে তাতে দেশের গনমাধ্যন নিরাপত্তা হিনতার মধ্যে রয়েছে সেটিই প্রমানিত হয়। তারা অবিল্মবে জড়িতদের বির“দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেন বলেন, হামলাকারিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। দুপুরে সদর ওসি এনামুল হক বিশ্বাস আহত ইয়ারবকে দেখতে সদর হাসপাতালে যান।